প্রেসিডেন্সি সংশোধনাগারের পৌঁছতেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর সেলের বাইরে থেকে 'পার্থদা' বলে ডাক দিলেন তিনি। কিন্তু মানিকের ডাকে সাড়া দিলেন না জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। অগত্যা সেলের সামনে থেকে তাঁকে সরিয়ে নিয়ে গেলেন জেল কর্মীরা।
প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ১৪ দিনের ইডির হেফাজত শেষ হয়েছে। মঙ্গলবার তাঁকে কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক শ্রীপর্ণা রাউতের এজলাসে তোলা হয়। বিচারক তাঁকে ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
এরপরেই প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় মানিককে। ওই জেলেরই পহেলা বাইশ ওয়ার্ডের দু'নম্বর সেলে এসএসসি দুর্নীতি কাণ্ডে বন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার ওই ওয়ার্ডেই মানিক ভট্টাচার্যকে রাখার ব্যবস্থা করা হয়।
জেল সূত্রের খবর, এই কথা জানতে পেরে অফিস ঘরে যাওয়ার সময় ওই সেলের সামনে দাঁড়ান মানিক। মৃদু স্বরে ডাকেন 'পার্থদা' বলে। কিন্তু সেলের ওপার থেকে কোনও জবাব আসে না। এরপর জেলকর্মীরা তাঁর পিঠে হাত দিয়ে তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
গত ১৮ অক্টোবর নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূল বিধায়ক ও প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের জমা দেওয়া কাগজপত্রে একাধিক গরমিল ধরা পড়ার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। এমনকি তাঁর বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের ভুয়ো তালিকা দেওয়ার অভিযোগও করে ইডি।