নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবারর হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁকে জামিনের নির্দেশ দিয়েছেন। ২০২২ সালে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। প্রায় ২ বছর পর জামিন পেলেন তিনি।
জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন মানিক ভট্টাচার্য। কিন্তু আদালতে ইডি মানিকের ছোট ভাইয়ের বয়ানকে হাতিয়ার করে জামিনের বিরোধিতা করে। বৃহস্পতিবার মানিকের আইনজীবী জানান, জামিনের ক্ষেত্রে তাঁর ভাইয়ের বয়ান বিবেচ্য হওয়া উচিত নয়। বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সে শুনানিতে অংশ নেন মানিক। এরপরই তাঁকে জামিনের নির্দেশ দেয় আদালত।
এর আগে জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্ত হন মানিক ভট্টাচার্য। কিন্তু শীর্ষ আদালত সেই আবেদন মঞ্জুর করেনি। বলা হয়, ত্রুটি সংশোধন করে হাই কোর্টে আবেদন করতে হবে। পরে হাই কোর্টে জামিনের আবেদন করেন মানিক।