নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর এবার হাজতে তার স্ত্রী ও ছেলে। বুধবার এই নির্দেশ ইডির বিশেষ আদালতের। আগামী ৬ মার্চ পর্যন্ত মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপ ভট্টাচার্য এবং ছেলে শৌভিক ভট্টাচার্যকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতির ঘটনায় এরআগে ব্যাঙ্কশাল আদালতে এসে আত্মসমর্পণ করেছিলেন শতরূপা ও শৌভিক।
এদিন আদালতে জামিনের আবেদন করেছিলেন শতরূপা ও শৌভিক ভট্টাচার্য। সেই আবেদন খারিজ করে দেয় আদালত। দুই অভিযুক্তের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলদের গ্রেফতার করতে হয়নি, তাঁরা নিজেরাই আত্মসমর্পণ করেছিলেন। যদিও এই যুক্তি আদালতে গ্রাহ্য হয়নি।
শুধু ছেলে নয়, এই মামলায় ইডির নজরে আছেন মানিক ভট্টাচার্যের মেয়ে এবং জামাইও। খতিয়ে দেখা হচ্ছে তাঁদের সম্পত্তির বহর।