শুক্রবার, ২১ জুলাই তৃণমুলের (TMC) শহিদ দিবস (21st July Sahid Diwas) । ধর্মতলায় জোরকদমে প্রস্তুতি চলছে । রাজ্যের নানা প্রান্ত থেকে বহু মানুষ এই সমাবেশে যোগ দেবেন । এদিন, রাস্তায় যান চলাচল তুলনামূলক কম থাকবে । বিভিন্ন রাস্তা বন্ধ থাকবে । অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি । কার্যত অচল হয়ে যেতে পারে বিস্তীর্ণ এলাকা ।
২১ জুলাই যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুলিশ (Kolkata Police) । কোন পথ বন্ধ থাকবে, বিকল্প রাস্তা কী থাকছে, মেট্রো পরিষেবা কেমন থাকবে, সেসব বিষয়ে জেনে নেওয়া যাক...
আরও পড়ুন, 21 July Sahid Diwas: জেলা থেকে আসছেন কর্মী ও সমর্থকরা, ২১ জুলাইয়ের জেরে ভিড় বাড়ছে হাওড়া স্টেশনে
কলকাতা পুলিশের অধীন সমস্ত এলাকায় মালবাহী যান চালানো যাবে না । ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে । শুধু ছাড় রয়েছে গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি, সব্জি, ফল এবং দুধের গাড়ির ক্ষেত্রে ।
পুলিশের পরামর্শ, তৃণমূলের সমাবেশে থাকার পরিকল্পনা না থাকলে বাড়ি থেকে না বেরোনোই ভাল । আর যদি একান্ত বাইরে বেরোতেই হয়, তাহলে ধর্মতলা চত্বরে না আসার পরামর্শ দেওয়া হচ্ছে । সেই সঙ্গে বাড়ি থেকে বেরোনোর আগে ভাল করে ২১ জুলাইয়ের রুট ম্যাপ দেখে নিতে বলছে পুলিশ ।