কলকাতা বইমেলার ঢাকে কাঠি পড়েই গিয়েছে। আগামী ১৮ জানুয়ারি, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন বইমেলা। প্রায় ২০টি দেশ অংশ নেবে এবারের মেলায়। তার মধ্যে রয়েছে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, স্পেন, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, ডমিনিকান রিপাব্লিক, গুয়াতেমালা, কোন্তারিকা, থাইল্যান্ড। এছাড়াও থাকবে প্রতিবেশী বাংলাদেশের ৫০টি প্রকাশনী।
এবারের বইমেলায় থাকবে ভারতের সবকটি রাজ্যের প্রতিনিধিত্ব। ২১ জানুয়ারি পালিত হবে 'শিশু দিবস'। শিশুদের উপহার দেওয়া হবে পাণ্ডব গোয়েন্দার প্রথম অভিযান বইটি৷ ২৪ জানুয়ারি বরিষ্ঠ নাগরিক দিবস পালিত হবে। বিশেষ সম্মান পাবেন সাহিত্যিক আবুল বাশার।
বইমেলায় থাকবে নটি গেট। তার মধ্যে আছে লন্ডন টাওয়ার ব্রিজ গেট, বেথুন স্কুল গেট, তারাশঙ্কর ১২৫ গেট, লোরকা ১২৫ গেট, ফাদার দাঁতিয়েন ১০০ গেট। সবমিলিয়ে জমজমাট বইমেলা। অপেক্ষা মাত্র দুদিনের।