পরীক্ষায় দেদার টুকলির অভিযোগ উঠল মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে। চলছিল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Kolkata Medical College Hospital) প্রথম বর্ষের ফিজিওলজি পরীক্ষা, সেখানেই নাকি চলেছে ‘গণ’টোকাটুকি। অভিযোগ বইয়ের পাতার রাশি রাশি মাইক্রো জেরক্স উদ্ধার হয়েছে পরীক্ষা কেন্দ্র লাগোয়া শৌচালয় থেকে। পরীক্ষা কেন্দ্রের জানলাতেও উদ্ধার হয় টুকলির কাগজ। এমনকি জয়ন্ত সরকার নামে এক ইনভিজিলেটর টুকলি ধরেছিলেন বলে তাঁকে দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
CBI-Calcutta HC: ‘নিজেদের কাজ নিজেরা করুন’, SSC মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে CBI এর তদন্তের গতি
জানা গিয়েছে মেডিক্যাল কলেজের রেজিস্টার চিকিৎসক বনশ্রী ভদ্র পুরো বিষয়টির উপরেই নজর রাখছেন। টুকলি সংক্রান্ত সমস্ত নথি, কাগজ , জেরক্স ইতিমধ্যেই জমা পড়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে।