কালীপুজোর দিনে শহরে অগ্নিকাণ্ড। আগুন লাগল পূর্ব কলকাতার চর্মনগরী বলে পরিচিত বানতলায়। দমকল সূত্রে জানা গিয়েছে, দুপুরে চর্মনগরীর একটি গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে আছে দমকলের ১৫টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। এই ঘটনায় বেশ কয়েকজন উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, আগুন লাগে একটি ব্য়াগ তৈরির কারখানায়।
এদিন দুপুরে জোন ফাইভে আগুন লাগে বলে জানা যায়। খবর যায় দমকলে। এরপর একের পর এক ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়। শুরু হয় আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতা। ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্য এখনও পরিস্কার নয়।
প্রাথমিক ভাবে শর্ট-সার্কিট থেকেই আগুন বলে দমকলের অনুমাণ। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। আসেন পুলিশের পদস্থ কর্তারা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গুদামের একতলায় আগুন লাগে। তারপর তা ছড়িয়ে পড়ে।