ফের কলকাতায় অগ্নিকাণ্ড। রবিবার সন্ধ্যায় সল্টলেকের ফাল্গুনী আবাসন লাগোয়া বস্তিতে গ্যাস সিলিন্ডার (Cylindar Blast) বিস্ফোরণ হয়। এরপরই দাউদাউ আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। দমকলে খবর যেতেই এলাকায় আসে ৫টি ইঞ্জিন। কিন্তু আগুন আয়ত্তে না আসায় আরও ৫টি ইঞ্জিন এনে আগুন নেভানোর কাজ শুরু হয়। এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে এখনও পর্যন্ত আগুনের উৎসে পৌঁছাতে পারেনি দমকল।
জানা গিয়েছে, ফাল্গুনী বাজারের ওই এলাকায় একাধিক আবাসন রয়েছে। দাহ্য পদার্থ থাকায় আবাসন লাগোয়া বস্তিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই অগ্নিকান্ডের জেরে ১০০টিরও বেশি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। এলাকায় যান দমকলমন্ত্রী সজিত বসু। ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এলাকায় যান বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও।
আরও পড়ুন- KKR Team: ইডেনে বাদ পড়লেন লিটন, প্রথম একাদশে পরিবর্তন কেকেআরের, টসে জিতে ফিল্ডিং কলকাতার