ফের কলকাতায় অগ্নিকাণ্ড। রবিবার মুরারিপুকুরের আলমারি কারখানায় আগুন লাগে। সঙ্গেই সঙ্গেই কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। শেষপর্যন্ত দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের অভিযোগ, ঘিঞ্জি এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে এই আলমারির কারখানাটি চলছিল। তবে বন্ধ কারখানায় আগুন লাগার কারণ নিয়ে সন্দিহান বাসিন্দারা। শুধু কারখানা নয়, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের একটি বাড়িও। বাড়িটির দরজা-জানালা পুড়ে গিয়েছে বলেই খবর।
১২-১৩ বছর ধরে এই কারখানাটি চললেও ছিল না কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা। দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলেই অনুমান। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয় বলেই দাবি দমকলকর্মীদের।