সোমবার সাতসকালে আগুন লাগে সিঁথির(Sinthi) রামলীলা বাগানের বস্তি এলাকায়। আর এই বিধ্বংসী অগ্নিকান্ডই(Fire) মিলিয়ে দিল দুই মা কে। এক মা, যে নিজের সন্তানকে বাঁচাতে পারলেও বাঁচাতে পারেনি সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস; আরেক মা হারিয়ে ফেলেছে তার সবকিছু। হারিয়েছে তার কোলের সাত সন্তানকে। আসলে কান্নার কোনও ভাষা হয় না, তা যেন আরও একবার বুঝিয়ে দিল সিঁথির(Sinthi) এই অগ্নিকাণ্ড।
সোমবার সকালে বস্তির(Slum) একটি বাড়ি থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুন(Fire) গ্রাস করে নেয় গোটা বাড়িটিকে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন(Fire) নেভানোর কাজে ঝাঁপালেও খবর পেয়ে হাজির হয় দমকল। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট এর জেরেই এই দুর্ঘটনা।
আরও পড়ুন- Arrest for No Mask: বিধিভঙ্গের অভিযোগ, মাস্ক না পরার অপরাধে ৯ জনকে গ্রেফতার বারুইপুর পুলিশের
আগুনের(Fire) লেলিহান শিখায় ঘরে থাকা আসবাব থেকে জামাকাপড়- সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। কোনওমতেই পালিয়ে প্রাণে বেঁচেছেন বাড়ির বাসিন্দারা। তবে তারা প্রাণে বাঁচলেও, প্রাণে বাঁচেনি সাত সারমেয় সন্তান।