শনিবার সকালে কলকাতার ট্যাংরায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড(Fire in Kolaka)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে। কিন্তু কীভাবে ওই কারখানায় আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
জানা গেছে, ট্যাংরার(Tangra) ওই প্লাস্টিক কারখানা থেকে প্রথমে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এলাকায়। কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় হু হু করে আগুন ছড়িয়ে পড়ে। দমকল আসার আগেই আগুন নেভাতে চেষ্টা করেন স্থানীয়রা।
আরও পড়ুন- Domestic violence: স্ত্রী'কে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার হাওড়ার সিভিক ভলান্টিয়ার
শেষপর্যন্ত দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন(Fire in Tangra)। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ। কারখানায় যথোপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, তাও খতিয়ে দেখছে ট্যাংরা থানা(Tangra Police Station)।