টেরিটি বাজারে বিধ্বংসী আগুন। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুতবেগে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। ইতিমধ্যেই আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন এসেছে। দমকল সূত্রে খবর, সন্ধে সোয়া সাতটা নাগাদ আগুন লাগে। ঘটনাটি ঘটেছে টেরিটি বাজারের ৪৩ নম্বর ওয়ার্ডের ১৫ নম্বর দামজান লেনে।
জানা গিয়েছে, ১২০ বছরের পুরনো একটি বাড়ির ছাদ থেকেই আগুন ছড়িয়েছে। শতাব্দীপ্রাচীন বাড়ি থেকে পরিবার সদস্যদের বের করেন দমকলকর্মীরা। দমকল সূত্রে জানা গিয়েছে, বাড়ির টিনের চালটি পুরোপুরি ভষ্মীভূত হয়ে গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। বেশিক্ষণ আগুন জ্বললে বাড়িটি সম্পূর্ণ ধসে পড়ার আশঙ্কাও আছে।
কীভাবে আগুন লেগেছে, এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পেয়েছেন। কিন্তু কীভাবে আগুন লাগে, তা জানা যায়নি।