প্রথমে ঠিক ছিল একটি রুটে মিলবে এই সুযোগ। কিন্তু এবার খুশির খবর শিয়ালদহ শাখার মহিলা যাত্রীদের কাছে। কারণ, রেল সূত্রে জানানো হয়েছে, এই শাখার তিনটি রুটে চালু হচ্ছে প্রথম শ্রেণির কামরা। আর তা চালু করা হবে তিনটি মাতৃভূমি লোকালে।
শিয়ালদহ শাখার শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-নৈহাটি এবং শিয়ালদহ থেকে ব্যারাকপুর রুটে চলে ছ’জোড়া মাতৃভূমি লোকাল। এই প্রতিটি ট্রেনেই চালু হবে প্রথম শ্রেণির কামরা। প্রথমে ঠিক ছিল শুধুমাত্র শিয়ালদহ-রাণাঘাট শাখাতেই প্রথম শ্রেণির কামরা রাখা হবে। সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসা হয়েছে বলেই দাবি রেলের।
আপাতত যা জানা যাচ্ছে, তাতে শিয়ালদহ-রাণাঘাট শাখায় প্রথম শ্রেণির কামরার ভাড়া হবে ১১০ টাকা। ওই কামরার মাসিক ভাড়া পড়বে ১২৭০ টাকা। রেলের খবর, প্রথম শ্রেণির কামরায় গদি আঁটা আসন ছাড়াও আলো, পাখা-সহ অন্দরসজ্জা উন্নত করা হয়েছে।