বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষেই কলকাতা পৌরসংস্থায় প্রজাতন্ত্র দিবসের উদযাপনে জাতীয় পতাকা উত্তোলন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার , পৌর সংস্থার সচিব হরিহর প্রসাদ মণ্ডল। উপস্থিত ছিলেন মেয়র কন্যা প্রিয়দর্শিনী হাকিমও।
কলকাতা পুলিশের তরফে কুচকাওয়াজ এবং প্যারেডের মাধ্যমে অভিবাদন জানানো হয় জাতীয় পতাকাকে। পৌর স্কুলের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ছাত্রছাত্রীরা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে অনুষ্ঠানও করে। মেয়র ফিরহাদ হাকিম মঞ্চে উঠে জানান,’ এই দেশের আমাদের দেশ। আমাদের দেশের জন্য আমরা প্রাণ ও দিতে পারি।’ একটি বইও প্রকাশ করা হয়। কলকাতা পৌরশ্রী বিশেষ সংস্করণ প্রকাশ করেন প্রিয়দর্শিনী হাকিম।