করোনার জেরে বাতিল হয়ে গেল পরীক্ষা। রাজ্যে করোনার প্রকোপ বাড়তেই আক্রান্ত হয়েছেন মেডিক্যাল কলেজের ১৪ পড়ুয়া। তাই এবার বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেডিক্যাল কলেজ ( Kolkata Medical College & Hospital )। নিরাপত্তার কথা ভেবে বাতিল করা হয় তৃতীয় সেমেস্টারের পরীক্ষা।
জানা গিয়েছে, খাতা-প্রশ্নপত্র নিয়ে পরীক্ষকরা হাজির থাকলেও এদিন পরীক্ষা দিতে আসেননি মেডিক্যাল পড়ুয়ারা। আধঘণ্টা অপেক্ষার পর সোমবারের মতো পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। পরীক্ষা পিছনো অথবা অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন মেডিক্যাল পড়ুয়ারা।
আরও পড়ুন- Train dislocated in Burdwan: বর্ধমানে লাইনচ্যুত ট্রেন, ফাঁকা থাকায় বড় বিপদ থেকে রক্ষা
কলকাতা মেডিক্যাল কলেজে এই মুহূর্তে ১৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত। মঙ্গলবার এমবিবিএসের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা রয়েছে। কলেজ কর্তৃপক্ষ করোনা আক্রান্তদের আলাদা ঘরে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। বাকিদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি মিলবে।