গত ৫৯১ দিন ধরে চাকরির দাবিতে রাস্তাতেই বসে রয়েছেন ওঁরা। রাস্তাতে ধর্না দিয়েই উৎসবের মরশুম কাটিয়েছেন সকলে। এবার ধর্নাস্থলেই ভাইফোঁটা পালন করেন স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর চাকরিপ্রার্থীরা। বুধবার মেয়ো রোডের চাকরিপ্রার্থীদের থেকে ফোঁটা নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ধর্নাস্থল থেকে ফের একবার স্বচ্ছ নিয়োগের দাবিতে তাঁকে সরব হতে দেখা যায়।
মেয়োরোডর আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা চাকরি পেলে আজ রাস্তায় ধর্নায় বসতে হত না। এখন চাকরির দাবিতে নিরুপায় হয়ে উৎসবের মরশুমে তাদের পরিবার থেকে দূরে এসে ধর্না দিতে হচ্ছে। তাই তাঁরা ধর্না মঞ্চেই ভাইফোঁটা পালন করছেন। বুধবার ধর্নাস্থল থেকে মহম্মদ সেলিম বলেন, আমরা আজকে এখানে এসেছে যাতে চাকরিপ্রার্থীদের উপর সকলের নজর পড়ে। যারা যোগ্য তাঁরা দীর্ঘদিন রাস্তায় ধর্না দিচ্ছে। আর অযোগ্যরা স্কুলে গিয়ে পড়াচ্ছে। এটা সমাজ মেনে নেবে না।'
বুধবার, মেয়োরোডের চাকরিপ্রার্থীদের থেকে যখন ভাইফোঁটা নিচ্ছেন মহম্মদ সেলিম। তখন, মাতঙ্গিনী হাজরার পাদদেশের আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের ধর্নাস্থলে যান বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি কথা বলেন চাকরিপ্রার্থীদের সঙ্গে। একইসঙ্গে উৎসবের মরশুম উপলক্ষে তিনি চাকরিপ্রার্থীদের মিষ্টি এবং বস্ত্রবিতরণ করেন।