ধর্ষণ-যৌন হিংসার(Sexual Assults) মতো ঘটনায় নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার শেষে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হয় চিকিৎসকদের(West Bengal Doctors)। ২০ পাতারও বেশি সেই রিপোর্ট তৈরি যথেষ্ট সময়সাধ্য ব্যাপার। তাই তাঁদের সেই পরিশ্রম কিছুটা লাঘব করতে চায় রাজ্য(West Bengal Govt.)। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ন’বছর আগে দেওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ডাক্তারি রিপোর্টের ফরম্যাট বদলানোর পরিকল্পনা করছে রাজ্য স্বাস্থ্য দফতর(Swasthya Bhawan)। ২০ পাতার ওই ডাক্তারি রিপোর্টকে কীভাবে মাত্র দু’পাতায় নামিয়ে আনা যায়, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে স্বাস্থ্য ভবন।
আনন্দবাজার সূত্রে খবর, তিন মাস আগেই এই নয়া ফরম্যাটের রিপোর্টপত্রের খসড়া জমা পড়ে স্বাস্থ্য ভবনে (Swasthya Bhawan)। ইতিমধ্যেই সেটিকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে প্রাথমিক পর্যায়ের এক বৈঠকে ওই খসড়াটি গৃহীত হয় বলেই খবর। এবার তিন সদস্যের কমিটি রিপোর্টের কাঠামোটিকে চূড়ান্ত বলে ঘোষণা করবে।
আরও পড়ুন- New variant of Corona: আবার করোনার নয়া রূপ! আরও সংক্রামক ক্রাকেন ভ্যারিয়ান্ট?
রিপোর্টপত্রের নতুন কাঠামোয় মূলত তদন্তে অতি-প্রয়োজনীয় বিষয়গুলির উপরেই জোর দেওয়া হবে। চিকিৎসকদের মতে, এইধরনের ডাক্তারি পরীক্ষার রিপোর্টের ওপরেই নির্ভর করে তদন্তের গতিপ্রকৃতি(Sexual Assult Report)। ফলে যথেষ্ট সাবধানতা নিয়েই এই রিপোর্ট বানাতে হয়। কিন্তু অন্যান্য কাজের চাপের মাঝে ২০-৩০ পাতার রিপোর্ট তৈরিতে ভুল হওয়ার আশঙ্কাও থেকে যায়। তাই সবদিক বিবেচনা করেই এই নতুন পরিকল্পনা নেওয়া হবে।