শহরে ফের তরুণীর রহস্য মৃত্যু! কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের হোস্টেলের ঘর থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। (Calcutta National Medical College & Hospital) প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই ছাত্রী। কিন্তু কেন আত্মহত্যা, তা জানা যায়নি।
মৃতার নাম প্রদীপ্তা দাস (Pradipta Das)। ন্যাশনাল মেডিক্যাল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন তিনি। সোদপুরে বাড়ি প্রদীপ্তার। ডাক্তারি পড়াশোনার জন্য মেডিক্যাল কলেজের হস্টেলে থাকতেন।
Mukesh Ambani 5G spectrum: দেড় লক্ষ কোটিরও বেশি অর্থে 5G স্পেকট্রাম কিনল মুকেশ আম্বানির সংস্থা জিও
সহপাঠীরা জানিয়েছেন, হস্টেলের যে ঘরে থাকতেন ওই পড়ুয়া সোমবার দুপুর তিনটে থেকে সেটির দরজা বন্ধ। বিকেল পাঁচটা নাগাদ সহপাঠিরা ডাকাডাকি করেও সাড়া পাননি, তারপর দরজা ভাঙতেই উদ্ধার হয় প্রদীপ্তার ঝুলন্ত দেহ।
খবর দেওয়া হয় বেনিয়াপুকুর থানা ও প্রদীপ্তার বাড়িতে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতার পরিবার ও সহপাঠিদের জিজ্ঞাসাবাদ করা হবে।
মেধাবী ছাত্রী প্রদীপ্তার এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন সহপাঠি এবং পরিবারের সদস্যরা।