বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে সিবিআই তলব করেছে। আরজি কর কাণ্ডে তাঁর সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে মীনাক্ষী যাবেন বলে জানা গিয়েছে।
কিছুদিন আগে সিবিআই আধিকারিক বলে একজন ফোন করেন মীনাক্ষীকে। দলের তরফে সেই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হয়। জানতে পারা যায়, তিনি সিবিআই দফতর থেকেই ফোন করছেন। এরপরই মীনাক্ষী সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতোই বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে যাওয়ার সিদ্ধান্ত নেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
বৃহস্পতিবার সিপিআইএমের তরফে জানানো হয়েছে, প্রত্যক্ষদর্শী হিসেবে মীনাক্ষী মুখোপাধ্যায়ের বয়ান রেকর্ড করতেই তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।