আজকাল বাঙালি বিয়ের আগেও ঘটা করে মেহেন্দি অনুষ্ঠানের চল শুরু হয়েছে। বিয়ের কনে দু’হাত ভরে ঐদিন মেহেন্দি পরে। কিন্তু, আইনি বিয়ের ক্ষেত্রে এই মেহেন্দি থাকলে কিন্তু বিয়েটাই হবে না। অবাক লাগলেও, এটাই সত্যি।
Siliguri News: মাস কয়েক আগেই ধর্ষণের শিকার, নাবালিকার ঝুলন্ত দেহ মিলল হোমের বাথরুম থেকে
সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী থেকেছেন শ্রীরামপুরের দম্পতি নবীন কুমার ও অঞ্জু চৌধুরী। ৭ ডিসেম্বর তাঁদের বিয়ে ছিল, কিন্তু রেজিস্ট্রি পিছিয়ে গিয়েছে জানুয়ারির শেষে। তখনই তাঁদের পরামর্শ দেওয়া হয় মেহেন্দির রঙ ওঠার পরেই রেজিস্ট্রি করতে।
আসলে , এই মুহূর্তে আইনি বিয়েতে বায়োমেট্রিক থাম্ব ইম্প্রেশন মাস্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে, বিয়ের দিন যখন রেজিস্ট্রি হচ্ছে কিছুতেই কনেদের থাম্ব ইম্প্রেশন মেশিনে ধরা পড়ছে না মেহেন্দির কারণে। এই এক টা ভুলের জন্য আয়োজন করেও বিয়ে ভেঙেছে অনেকের। হাতের মেহেন্দির রঙ পুরোপুরি না উঠলে এই সমস্যায় পরতে হবে কনেদের।