বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট ঘিরে নজিরবিহীন ঘটনার সাক্ষী ছিল হাইকোর্ট চত্বর। তৃণমূলপন্থী আইনজীবীদের(TMC Lawyers) এই বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়ে হাইকোর্টের(Calcutta High Court) স্বাভাবিক কাজকর্ম। এবার সেই ঘটনার তদন্তে কলকাতা এলেন ভারতীয় বার কাউন্সিলের বিশেষ দল। বিচারপতি রাজাশেখর মান্থাকে(Advocate Rajasekhar Mantha) ঘিরে হাইকোর্ট চত্বরে নজিরবিহীন ঘটনার কারণ জানিয়ে মঙ্গলবার রিপোর্ট পেশ করবেন তাঁরা। তবে বিক্ষোভকারী আইনজীবীদের বিরুদ্ধে আদৌও কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা, তার বিচার হবে বুধবার।
উল্লেখ্য, গত সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট করেন তৃণমূলপন্থী আইনজীবীদের(TMC Lawyers) একাংশ। অন্যান্য বিচারপতিদের ওই এজলাসে ঢুকতে বাধা হয় বলেও অভিযোগ। এই ঘটনার ফলে প্রায় ৪০০টি মামলা পিছিয়ে যায়। সোমবারের পর মঙ্গলবারও এই অচলাবস্থা জারি ছিল। পরে আদালত অবমাননার রুল জারি করেন বিচারপতি মান্থা(Advocate Rajasekhar Mantha।
গত বৃহস্পতিবারই হাইকোর্টের এই আইনজীবীদের সমালোচনা করে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বার কাউন্সিল অব ইন্ডিয়া(Bar Council of India)। তাঁরা জানান, কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের সদস্যদের এই বিক্ষোভের ছবি-ভিডিও সবকিছুই তাঁদের হাতে এসেছে। এরপরই তাঁরা জানান, কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) আইনজীবীরা যা করেছেন, তা তাঁদের শোভা পায় না। এইধরনের কোনও বিশৃঙ্খলা আগামীতে সহ্য করা হবে না বলেও জানান বার কাউন্সিলের প্রতিনিধিরা।
আরও পড়ুন- Che Guevara's Daughter: রাজ্যে আসছেন চে গুয়েভারার মেয়ে-নাতনি, গণ সংবর্ধনার আয়োজন বামপন্থীদের