ব্যাঙ্ককে যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। উচ্চ আদালতের কাছে মেনকার আবেদন, তাঁর মা অসুস্থ। তাই ব্যাঙ্ককে যাওয়া প্রয়োজন। আদালতে এমনই জানিয়েছেন মেনকা।
কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নিয়ে মেনকাকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। যদিও তাঁর আবেদনে আপত্তি জানিয়েছেন ইডির আইনজীবী। তাঁর বিরুদ্ধে 'লুক আউট' নোটিস জারি আছে। তাই তাঁকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া ঠিক নয়।
বেশ কিছুদিন আগে ইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন মেনকা গম্ভীর। কিন্তু আদালত তা খারিজ করে দেয়।
প্রসঙ্গত, গত মাসে ব্যাংকক যাওয়ার পথে আটকে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকাকে। প্রথমে বাধা দেওয়ার পর কলকাতা বিমানবন্দরে মেনকা গম্ভীরকে (Menoka Gambhir) নোটিস ধরায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি (ED)। কয়লাপাচার কাণ্ডে আগামী সপ্তাহে তাঁকে জেরার জন্য সমন দেয় ইডি। বিমানবন্দরে তাঁকে প্রথমে অভিবাসন দফতরে আটকানো হয়। এরপর আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয়।