ব্যাংকক যাওয়ার পথে আটকে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকাকে। প্রথমে বাধা দেওয়ার পর কলকাতা বিমানবন্দরে মেনকা গম্ভীরকে (Menoka Gambhir) নোটিস ধরায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি (ED)। কয়লাপাচার কাণ্ডে আগামী সপ্তাহে তাঁকে জেরার জন্য সমন দিয়েছে ইডি। বিমানবন্দরে তাঁকে প্রথমে অভিবাসন দফতরে আটকানো হয়। এরপর আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয়।
শনিবার ব্যাংককে যাওয়ার জন্য সন্ধে পৌনে আটটা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। রাত ৯টা ১০ মিনিট নাগাদ তাঁর বিমান ছিল। কিন্তু বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁকে প্রথমে অভিবাসন দফতরে আটকানো হয়। সেখানে একটি ঘরে তাঁকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয়। এরপর খবর দেওয়া হয় দিল্লির ইডির সদর দফতরে। ইডি সূত্রে খবর, মেনকা গম্ভীরের নামে আগে থেকে লুক আউট সার্কুলার জারি রেখেছিল ইডি। দেশের সব বিমানবন্দরে তা পাঠানো ছিল। সেই নোটিসের ভিত্তিতেই আটাকানো হয় অভিষেকের শ্যালিকাকে। পাশাপাশি আগামী সোমবার তাঁকে ইডি দফতরে হাজিরার জন্য নোটিসও ধরানো হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: সাড়ে ১৪ ঘণ্টার তল্লাশিতে ইডির কব্জায় আমিরের সাম্রাজ্য, উদ্ধার ১৭.৩২ কোটি
চোখের চিকিৎসা করাতে দুবাই যাওয়া নিয়ে এর আগে আদালতের অনুমতি পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরের সেই অনুমতি নেই। এই নিয়ে এখনও পর্যন্ত আদালতে কোনও আবেদন করেননি তিনি। সূত্রের খবর, ইডির দিল্লি অফিসের স্পষ্ট নির্দেশ ছিল, মেনকা গম্ভীর যাতে কোনও ভাবে রাজ্যের বাইরে না যান।