বাইরে ২৯ ডিগ্রি তাপমাত্রা। গায়ে সোয়েটার রাখা যাচ্ছে না। ডিসেম্বরের শেষ সপ্তাহে শহরে যেন ঠিক বিপরীত চিত্র। কিন্তু পাতালপথে সম্পূর্ণ অন্য চিত্র। এসি ব়্যাকে (Kolkata Metro AC Reck) উঠলে গলায় মাফলার জড়াতে হচ্ছে যাত্রীদের। ঠান্ডায় কাঁপছেন যাত্রীরা।
তাপমাত্রার তারতম্যের কারণেই শরীর খারাপ হচ্ছে বহু মানুষের। যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই এসি রেক করা হয়েছিল। কিন্তু মেট্রোর কিছু রেকে ঠান্ডার জেরে হু হু করে কাঁপছেন আট থেকে আশি।
আরও পড়ুন: UGC-এর কমিটিতে বাংলার প্রতিনিধি নেই, টুইট করে ক্ষোভ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
তবে সব রেকে সমস্যা হচ্ছে না। মূলত মেধা রেকে সমস্যা হচ্ছে। যাত্রীদের দাবি, এই রেকে এসির ব্লোয়ার গিয়ে হু হু করে হাওয়া বেরোয়। মুখ পুরো খোলা। তাই মেট্রোয় যাতায়াত করাই মুশকিল হয়ে যাচ্ছে যাত্রীদের।