কালীপুজো (Kalipuja 2022) ও দীপাবলী (Diwali 2022) উপলক্ষে বিশেষ ট্রেন ঘোষণা কলকাতা মেট্রোর (Kolkata Metro)। এবার মাঝরাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো পরিষেবা। বুধবার একটি বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রো রেল। জানানো হয়েছে, কালীপুজোর দুদিন কালীঘাট ও দক্ষিণেশ্বরের দর্শনার্থীদের জন্য বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো। রাত ১২টায় দুটি স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে।
মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ অক্টোবর, অর্থাৎ কালীপুজোর দিন মোট ২০০টি ট্রেন চলবে। আপে ১০০টি ও ডাউনে ১০০টি ট্রেন চালানো হবে। এর মধ্যে ৬ জোড়া বিশেষ ট্রেনও থাকবে।
আরও পড়ুন: 'নিয়োগের ক্ষেত্রে পর্ষদের সিদ্ধান্ত চূড়ান্ত', চাকরিপ্রার্থীদের নিয়ে মত শিক্ষামন্ত্রীর
কালীপুজোর দিন বিশেষ ট্রেন রাত ৯টা ৫৪ মিনিটে ও দক্ষিণেশ্বর থেকে বিশেষ ট্রেন রাত ৯টা ৪৮ মিনিটে ছাড়বে। রাত ১২টায় দুই স্টেশন থেকেই শেষ ট্রেন ছাড়বে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছে, "রাজ্যবাসীকে এটা মেট্রো রেলের দীপাবলীর উপহার। কালীপুজোর দিন গভীর রাত পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" মেট্রে রেলের পক্ষ থেকে জানা গিয়েছে, দক্ষিণেশ্বর ও কালীঘাটে সেদিন প্রচুর সংখ্যক দর্শনার্থী ভিড় করেন। তাই বিশেষ ট্রেন চালালে তাঁরা উপকৃত হবেন।