আজ একুশে জুলাই। ঠিক দু বছর পর ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকে ভাষণ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বেলা ১২টায় তাঁর ভাষণ দেওয়ার কথা। তৃণমূল নেতাদের দাবি, ভিড়ের নিরিখে এবারের জনসভা আগের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে। তাই এই জনসভাকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা কার্যত দূর্গে পরিণত করা হয়েছে। ইতিমধ্যে শহরের বেশ কিছু জায়গায় যান নিয়ন্ত্রণ শুরু হয়েছে।
এই পরিস্থিতিকে মাথায় রেখে নিরাপত্তা আরও বাড়ানো হল মেট্রো রেলে। এক বিবৃতিতে জানানো হয়েছে, ধর্মতলার সভাকে কেন্দ্র করে ভিড় সামলাতে আজ অতিরিক্ত ১০০ জনের বেশি আরপিএফ মোতায়েন করা হবে। এদিনের সমাবেশে আসতে গিয়ে যাত্রীরা যাতে কোনও ভোগান্তির মধ্যে না পড়েন, তার জন্য নোয়াপাড়া, বেলগাছিয়া, সেন্ট্রাল, কালীঘাট ও মহানায়ক উত্তমকুমার স্টেশনে মোতায়েন থাকবেন ১০৭ জন অতিরিক্ত রেলরক্ষী। ভিড় নিয়ন্ত্রণের কাজ করবেন তাঁরা। প্রস্তুত থাকবে কুইক রেসপন্স টিম ও বিপর্যয় মোকাবিলা দলও। মহিলা রেলরক্ষী থাকবেন চলন্ত ট্রেনে। থাকবে স্নিফার ডগ।
ভিড় সামাল দিতে বিভিন্ন মেট্রো স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টারও খোলা হবে বলে মেট্রো সূত্রে জানানো হয়েছে।