সব কিছু ঠিক থাকলে আগামী সময়ে কলকাতায় মেট্রো চলবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। চালকের ভূমিকা হবে শুধুমাত্র তদারকি করা। তার জন্যই রবিবার একপ্রস্থ পরীক্ষা দৌড় হয়ে গেল। সল্টলেকের সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত এই পরীক্ষা করা হল। এই কাজে ব্যবহার করা হল অটোমেটিক ট্রেন অপারেশনকে।
আগামীদিনে কলকাতায় সব করিডরে স্বয়ংক্রিয় ভাবে মেট্রো চালাতে ইতিমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল। সেইমতো এদিন ট্রায়াল রান হয়। জানা গিয়েছে, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত প্রায় দু ঘণ্টা ট্রায়াল রান চলে। সেইসময় ঘণ্টায় ৭৪ কিলোমিটার গতিবেগে স্বয়ংক্রিয় পদ্ধতি চলাচল করে মেট্রো।
কোনও চালক কয়েক মিটার এগিয়ে গেলে তাঁকে বিশেষভাবে সর্তক করে ধীর গতিতে পিছিয়ে ঠিক জায়গায় দাঁড়াতে হত। নতুন ব্যবস্থায় আগের চেয়ে কম সময়ের ব্যবধানে ট্রেন চালানো যাবে।