সপ্তাহের প্রথম দিনই মেট্রো বিভ্রাটে (Metro Fault) দুর্ভোগে নিত্যযাত্রীরা। বেলা পৌনে বারোটা নাগাদ শোভাবাজার স্টেশনে (Sovabazar Station) আটকে যায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ-গামী মেট্রো। শোভাবাজার স্টেশন ছাড়তেই হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে ব্রেক কষে ট্রেনটি। ভিতরে প্রায় ১০ মিনিট আটকে ছিলেন যাত্রীরা। পরে পিছনের তিনটি বগি থেকে স্টেশনে নামানো হয় যাত্রীদের। কী কারণে এই বিভ্রাট, তা এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, এসি পুরনো ব়্যাকের মেট্রো (AC Old Rack) ছিল। দক্ষিণেশ্বর থেকে ছাড়ার সময় কোনও সমস্যা হয়নি। কিন্তু শোভাবাজার স্টেশন ছাড়তেই ঝাঁকুনি দিয়ে থেমে যায় মেট্রোর এই ব়্যাক। ব্রেক দেওয়ার পর ট্র্যাক থেকে থার্ড লাইনের (Third Line) দিকে হেলে যায় ট্রেনটি। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তিনটি বগি স্টেশনে ছিল। পরে সেই তিনটি বগি থেকেই যাত্রীদের স্টেশনে বের করে আনা হয়। আপাতত দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত স্বাভাবিক মেট্রো পরিষেবা।
আরও পড়ুন: সোমবার থেকে এক ঘণ্টা আগেই খুলে যাচ্ছে ব্যাঙ্ক, জেনে নিন নতুন সময়
এর আগেও একাধিকবার কলকাতা মেট্রোতে বিভ্রাট হয়েছে। ভিতরে আটকে ছিলেন যাত্রীরা। জানা গিয়েছে, এদিন মেট্রো বন্ধ হলেও ভিতরে এসি চলছিল। যাত্রীদের অভিযোগ, কেন পরীক্ষা না করেই ব়্যাক নামানো হচ্ছে। এর ফলে হয়রানির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের।