রাতারাতি শহরের করোনা সংক্রমণ একলাফে বাড়ায় প্রশাসন থেকে ফের জারি হল একগুচ্ছ কোভিড সংক্রান্ত বিধিনিষেধ।
সোমবার থেকে মেট্রোয়(Kolkata Metro) সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে টোকেন(Token)। কেবল মাত্র স্মার্ট কার্ড(Smart Card) নিয়ে মেট্রোয় যাতায়াত করতে পারবেন যাত্রীরা। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ২৫ নভেম্বর থেকে কলকাতা মেট্রোয় ফের টোকেন ব্যবস্থা চালু হয়েছিল । কিন্তু করোনার বাড়বাড়ন্তের জন্য ফের বন্ধ হল সেই পরিষেবা।
দিনের প্রথম মেট্রো নির্ধারিত সময় অনুযায়ী চললেও, শেষ মেট্রো ছাড়ার সময় আধঘণ্টা এগিয়ে এল।
মেট্রোরেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ৩ জানুয়ারি থেকে দক্ষিণেশ্বর থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে, যা আগে রাত ৯টা ১৮ মিনিটে ছাড়ত। দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো রাত সাড়ে ৯টার বদলে ছাড়বে রাত ৯টায়।