অরুণাচল থেকে উত্তরপ্রদেশ। দিল্লি থেকে বিহার। গত কয়েকদিনে একের পর এক ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। তাঁদের মৃত্যুতে শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বেসরকারি অনুষ্ঠানে গিয়ে তাঁর বার্তা, বাংলার পরিযায়ী শ্রমিকদের নির্মাণকাজে ব্যবহার করতে হবে।
সোমবার আলিপুরে নির্মাণ সংস্থাগুলির এক অনুষ্ঠানে তিনি জানান, কর্মচারীরা বাংলার সম্পদ। মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুরের লোকেরা ভাল নির্মাণ শ্রমিক। তাই তাঁদের অন্যত্র নিয়ে যাওয়া হয় কাজের জন্য। অর্থের জন্য তাঁদের নিয়ে যাওয়া হলেও তাঁদের নিরাপত্তা নেই।
এই ব্যাপারে একটি অ্যাপ তৈরির জন্য নির্মান সংস্থাগুলিকে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, রাজ্যের শ্রমিকদের রাজ্যেই কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে। পরিযায়ী শ্রমিকদের কাজে লাগানোর কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তথ্যভান্ডার সরকার দিয়ে দেব। স্থানীয় মানুষ কাজ পেলে তাঁদের যাতায়াত এবং খাবার খরচ কমবে বলেও মনে করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর দাবি, বাংলার রাস্তা জুড়বে বিশ্বের সঙ্গে। অনেক কর্মী আছেন। শেষ দু বছরে ৪০ হাজার কোটি টাকা নিয়োগ হয়েছে। প্রতি বছর ১০ হাজার কোটি করে বিনিয়োগ বাড়ছে। সমীক্ষায় দেখা গিয়েছে, দেশের মধ্যে কলকাতায় রিয়াল এস্টেটের দাম বেড়েছে। দিল্লি, মুম্বইয়ের থেকেও বেশি দাম বেড়েছে কলকাতায়।
এই অনুষ্ঠানেও বাংলার বিনিয়োগ নিয়ে কু-প্রচার চলছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এক শ্রেণির মানুষ বাংলার বিনিয়োগকে মিথ্যা প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।