কলকাতার কাছেই সপ্তাহান্তে নতুন ঠিকানা, মিনি চিড়িয়াখানা। বাঘ ভাল্লুক নেই, ঠিকই। কিন্তু আছে জেবরা-জিরাফ, প্রচুর হরিণ, হিপ্পো, বাঁদর, কুমির, হরেক রকম পাখি, আরও কত কী!
কচিকাঁচাদের সময় কাটানোর জন্য একেবারে পারফেক্ট ডেস্টিনেশন। নিউটাউনে ইকোপার্ক লাগোয়ে এই মিনি জু খুলেছে মাস কয়েক আগেই। রক্ষণাবেক্ষনে হিডকো। সাড়ে ১২ একর জায়গাজুড়ে ছড়ানো সবুজ গালিচা।
ইট কাঠে ভরা শহর কলকাতার কাছে এ যেন এক সাময়িক পালিয়ে যাওয়ার ঠিকানা। সপ্তাহান্তে তো বটেই, কাজের দিনেও বিকেলে বেশ ভিড় হচ্ছে মিনি জু-তে।