আর কিছুক্ষণের মধ্যেই রেড রোডে শুরু হচ্ছে রাজ্য় সরকারের দুর্গাপুজোর কার্নিভাল। তার আগেই বিপত্তি। অভিযোগ উত্তর কলকাতার অন্যতম বড় পুজো রামমোহন সম্মিলনীর গাড়িতে ধাক্কা মারে একটি ট্যাক্সি। এদিন সকালে রেড রোডের কার্নিভালে যোগ দিতে আসছিল রামমোহন সম্মিলনীর ঠাকুর। রেড রোডে ঢোকার মুখেই এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ওই ট্যাক্সি চালককে আটক করা হয়েছে।
এর মধ্য়েই একটু একটু করে সেজে উঠছে রেড রোড। দু বছর পর শনিবার ফের কার্নিভাল হতে চলেছে। ইতিমধ্য়েই রেড রোড সংলগ্ন বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে। বেশ কিছু রাস্তা বন্ধও করে দেওয়া হয়েছিল। প্রথমে ঠিক ছিল ১০০টি পুজো এবার কার্নিভালে যোগ দেবে। শেষ জানা গিয়েছে, ৯৬টি পুজো যোগ দিচ্ছে। বড় পুজো গুলির মধ্যে একডালিয়া কার্নিভালে থাকবে না বলে আগেই জানিয়ে দিয়েছে।
প্রতিটি পুজোকে তিন মিনিট করে সময় দেওয়া হয়েছে। একটি পুজো কমিটি তিনটি ট্যাবলো ব্যবহার করতে পারবে। মোট অনুষ্ঠান হবে ৫০ মিনিটের।