ভোটের প্রচারে বাংলা ছবির জনপ্রিয় সংলাপ ব্যবহারের নজির আছে ভুড়ি ভুড়ি। কিন্তু এবার ডেঙ্গু সচেতনতায় মিঠুনের জনপ্রিয় সংলাপ ব্যবহার করল ডায়মন্ড হারবার পুরসভা। এমন প্রচার কৌশল মনে ধরেহে আম জনতার।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রের ডায়মন্ড হারবার পুরসভা এলাকায় ডেঙ্গির প্রচারমূলক দেওয়ার লিখনের একটি ছবি ইতিমধ্যে অনেকের চোখেই পড়েছে, সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। তাতে লেখা, ‘‘কামড়াব এখানে, লাশ পড়বে শ্মশানে!’’ সঙ্গে আঙুল উঁচানো মশার কার্টুন আঁকা। তার সঙ্গে কয়েকটি পরামর্শ। সহজে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যই এমন অভিনব প্রচার কৌশল।
গত বছর ডেঙ্গির ভয়াল রূপ দেখেছে গোটা রাজ্য। পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে গিয়েছিল বিভিন্ন পুরসভায়। আসন্ন বর্ষায় যাতে আবার তেমন পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য এখন থেকেই সক্রিয় রাজ্য সরকার।