নয়া সিদ্ধান্ত। এবার থেকে আর কোনও বিধায়ককে এক মাসের বেশি সাসপেন্ড করে রাখা যাবে না। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার রুল কমিটিতে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিধানসভার রুল কমিটির চেয়ারম্যান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই নিয়ম চালু হতে চলেছে।
গত বছর বাজেট অধিবেশনে ২ দফায় বিজেপির ৬ জন বিধায়ককে সাসপেন্ড করেছিলেন স্পিকার। এরপর এই ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। তারপরই আদালত আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান করতে বলে।
এরপর পরিষদীয় দলের আবেদনে সেই সাসপেনশন ওঠে। মনে করা হচ্ছে দিনের পর দিন বিধায়কদের সাসপেনশন করার প্রবণতা এবং বিধায়কদের আদালতে যাওয়ার প্রবণতা রুখতেই এই নয়া সিদ্ধান্ত।
আরও পড়ুন - কখন পাঠানো হবে কেষ্টকে? জানতে চেয়ে জেলকে চিঠি ইডি-র