শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । এবার রেহাই পেলেন না রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও (MLA Tapas Chatterjee) । মঙ্গলবারই তাঁর ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে । বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিধায়ককে ।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তাপস চট্টোপাধ্যায় । এদিন তাঁর রক্ত পরীক্ষা করা হয় । মঙ্গলবারই ডেঙ্গির রিপোর্ট পজিটিভ আসে । হাসপাতাল সূত্রে খবর, বেশ অসুস্থবোধ করছেন বিধায়ক । বিধায়কের শরীর নিয়ে উদ্বেগে পরিবার ।
আরও পড়ুন, Dengue Death in Kolkata: ফের ডেঙ্গির থাবা কলকাতায়, মৃত্যু বাঁশদ্রোণীর যুবতির
শহর কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪ হাজার পেরিয়েছে । সূত্রের খবর, কলকাতা পুরনিগমের ১০ নম্বর বোরোতে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। ডেঙ্গি মোকাবিলায় মাঠে নেমেছে কলকাতা পুরসভা । কিন্তু, যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা উদ্বেগে রয়েছে পুরনিগম থেকে স্বাস্থ্য দফতর ।