পল্লবীর দে-র (Pallavi Dey) পর আরও এক অভিনেত্রীর রহস্যমৃত্যু। নাগেরবাজারে রামগড় কলোনির বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার অভিনেত্রী বিদিশা দে মজুমদারের (Bidisha Dey Majumder) দেহ। ২১ বছরের এই মডেল বিদিশা আত্মহত্যা করেছেন, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে, তা তদন্ত করে দেখছে নাগেরবাজার থানার (Nager Bazar Police) পুলিশ। তাঁর দেহ সাগরদত্ত মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
গলায় ওড়না লাগিয়ে ফাঁস দিয়ে উদ্ধার করা হয়েছে বিদিশার দেহ। পুলিশ সূত্রে খবর, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বিদিশার দেহের পাশে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: মঙ্গলবারের মতোই বুধবারেও সিবিআই দফতরে হাজিরা এড়াতে পারেন অনুব্রত
পল্লবীর মৃত্যুর পর তাঁর রহস্যমৃত্যু নিয়ে একটি ফেসবুক পোস্টও করেন বিদিশা। ফেসবুকে পল্লবীর ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, "মানে কী এ সব"। পল্লবীর ছবি শেয়ার করে ফেসবুকে লিখেছিলেন, "মেনে নিতে পারলাম না।" ঘটনার ১০ দিনের মধ্যেই নাগেরবাজারের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর দেহ।