আরও আধুনিক হচ্ছে কলকাতা মেট্রো। এমনটাই দাবি রেলের। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলে গঙ্গার নিচেও পাওয়া যাবে মোবাইলের নেটওয়ার্কের। ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই রুটে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা গঙ্গার নিচে। এবার সেই রাস্তায় পাওয়া যাবে মোবাইলের নেটওয়ার্ক।
রাজ্যে লোকসভা ভোটের আগে ইস্ট-ওয়েস্টের এই রুটে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রুট চালুর পর আরও সহজ হয়ে গিয়েছে ধর্মতলা থেকে হাওড়া ময়দানের যাত্রা। কিন্তু অনেক যাত্রীর অভিযোগ ছিল গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময় মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। থমকে যায় ইন্টারনেট।
এবার এই সমস্যা মেটাতে তৎপর হল কলকাতা মেট্রো রেল। রেল জানিয়েছে, এবার থেকে গঙ্গার নিচে মেট্রোর মধ্যে আর নেটওয়ার্কের সমস্যা হবে না। নেটওয়ার্ক মিলবে সুড়ঙ্গে মেট্রো প্রবেশের পরেও। ফাইভ-জি নেটওয়ার্কই পাবেন যাত্রীরা।