ইনসাফ যাত্রার ব্রিগেডে তৃণমূল-বিজেপি তত্ত্ব সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। একযোগে রাজ্য ও কেন্দ্রের শাসকদলকে আক্রমণ করলেন তিনি। তাঁর দাবি কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পরই তৃণমূলেরও ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
এদিন মঞ্চে নজরুলের কবিতা থেকে লাইন উদ্ধৃত করতে গিয়ে মীনাক্ষি প্রকাশ্য মঞ্চে জানান ভুলে গেছি। সেই 'ভুলে গেছি' থেকেই শাসক দলকে আক্রমণ করেন সেলিম। তিনি জানান, "মমতা কী বলতে পারেন, যে ভুলে গেছি! মোদী কখনও বলতে পারেন! সাম্প্রদায়িককে সাম্প্রদায়িক বলতে বামপন্থা ভয় পায়নি। পাবে না। এখানে যারা এসেছে, ভয়কে জয় করতে এসেছেন।"
এদিন সভা থেকে মহম্মদ সেলিম কটাক্ষ করেন, এই রাজ্যে বুলডোজারের রাজনীতি চলবে। বাংলাকে অসম, মণিপুর হতে দেবেন না তাঁরা।