বাঙালির খাদ্যাভাসের দিকে আঙুল। থানায় এফআইআর দায়ের করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। শুক্রবার তালতলা থানায় বলিউড অভিনেতা পরেশ রাওয়ালের (Paresh Rawal) নামে অভিযোগ দায়ের করেন তিনি।
মঙ্গলবার গুজরাতে নির্বাচনী প্রচার চলাকালীন বাঙালির মাছ রান্না করা নিয়ে একটি মন্তব্য করেন পরেশ রাওয়াল। তা নিয়েই অভিযোগ দায়ের করেছেন মহম্মদ সেলিম। ভিডিয়োর লিঙ্ক অভিযোগপত্রে দিয়ে সেলিমের দাবি, "পরেশ রাওয়ালের এই মন্তব্যে বাঙালি ও দেশের অন্য প্রদেশের মানুষের মধ্যে বিদ্বেষের মনোভাব তৈরি করবে। পরেশ রাওয়াল যেভাবে তাঁর বক্তব্যে বাঙালি প্রসঙ্গ টেনেছেন, তাতে দেশের সব বাঙালিকেই বাংলাদেশী বা রোহিঙ্গা মনে করা হচ্ছে।" ভিনরাজ্যে থাকা বাঙালিরাও নানাভাবে আক্রান্ত হতে পারেন, বলে মনে করছেন সেলিম।
আরও পড়ুন: বড়দিনের আগেই ফের মহার্ঘ্য মুরগির ডিম, কী খাবেন তাঁরা? চিন্তায় ঘুম উড়েছে মধ্যবিত্তের
মঙ্গলবার গুজরাতে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে যান অভিনেতা পরেশ রাওয়াল। অভিযোগ, সেখানে তিনি বলেন, "গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। এটা ঠিক। কিন্তু সেই দাম কখনও না কখনও তো কমবে। কিন্তু, যখন রোহিঙ্গারা, বাংলাদেশিরা আপনারই বাড়ির চারপাশে যখন থাকতে শুরু করবে, তখন কী হবে? এখন তো দিল্লিতে তাই হচ্ছে! তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের মাছ রান্না করে খাওয়াবেন?"
এদিন পরেশ রাওয়ালকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। তিনি জানান, বাঙালিরাই দেশের অন্য রাজ্যের থেকে বেশি বুদ্ধিমান। সবথেকে বেশি নোবেল প্রাপক এই রাজ্য থেকেই এসেছে। শুক্রবারই তাঁর মন্তব্যে ক্ষমা চান পরেশ রাওয়াল। তিনি জানান, "মাছ নিয়ে বিরুদ্ধ মন্তব্য করতে চাইনি। কারণ, গুজরাতিরাও মাছ রান্না করেন এবং খান। বাঙালি বলতে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলতে চেয়েছি। তা সত্ত্বেও যদি আমি কারও ভাবাবেগে আঘাত করে থাকি, তাহলে ক্ষমা চাইছি।"