গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে দুর্ঘটনা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ঘটনাস্থল পরিদর্শনে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে বাকবিতন্ডাতেও জড়িয়ে পড়েন তিনি। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন মহম্মদ সেলিম। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছে। কোনও ঘটনা ঘটলেই তার প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়।
গার্ডেনরিচের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে ১৩ জন চিকিৎসাধীন আছেন। এসএসকেএম হাসপাতালে আইসিইউ-তে ৭ জন ভর্তি। ইতিমধ্যেই ঘটনায় হোমিসাইড শাখা তদন্ত শুরু করেছে।
এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় পুলিশ, মালা রায়, দমকল মন্ত্রী সুজিত বসু ও মেয়র ফিরহাদ হাকিমও ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি এসএসকেএম হাসপাতালে আহতদের খোঁজও নেন মুখ্যমন্ত্রী।