আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে ডার্বি-যুদ্ধ। রবিবার সকাল থেকেই সমর্থকদের উত্তেজনার পারদ তুঙ্গে। দু'বছরের ব্যবধান, কলকাতায় রবিবার মর্যাদার ম্যাচ৷ আমনে-সামনে লাল-হলুদ, সবুজ-মেরুন৷ স্টিফেন বনাম ফেরান্দো, বুমোস বনাম লিমা৷ তার আগেই মোহন-ইস্টের সমর্থকরা পাড়া কাঁপাতে নেমে পড়লেন।
ডার্বির লড়াই অন্য মাত্রা পেল বাগুইআটি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে। রবিবার সকাল থেকেই দু'দলের সমর্থকরা পতাকা, জোড়া ইলিশ, গলদা চিংড়ি, রসগোল্লা, আবির নিয়ে হাজির। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ডার্বি দেখার জন্য থাকবে সমস্ত ব্যবস্থা। থাকবে সুবিশাল স্ক্রিন, চেয়ার। রীতিমতো প্যান্ডেল খাটিয়ে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। ফলে বলাই যায়, রবিবার যে দলই জিতুক, আদতে জয়ী হবে বাংলার ফুটবল।