হাওড়া স্টেশন (Howrah Station) থেকে ফের উদ্ধার বিপুল পরিমাণ টাকা। নগদ টাকার পরিমাণ প্রায় ৫০ লক্ষ। আরপিএফ সূত্রে খবর, হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনক ভাবে ওই যুবককে ঘুরতে দেখা যায়। তাঁর পিঠে একটি নীল ব্যাগ ছিল। আরপিএফ জওয়ানরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। নীল ব্যাগ থেকেই ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়।
ওই টাকা কোথা থেকে পেলেন। কোথায় নিয়ে যাচ্ছিলেন। তার কোনও সদুত্তর দিতে পারেননি ওই যুবক। টাকার বৈধ কাগজ বা রসিদও ছিল না তাঁর কাছে। এরপরই তাঁকে আটক করা হয় ও সব টাকা বাজেয়াপ্ত করা হয়।
আরও পড়ুন: চলন্ত বিমানে ধূমপান যাত্রীর, ফের শিরোনামে এয়ার ইন্ডিয়ার বিমান
জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম প্রহ্লাদরাম জাখর। ৩৩ বছরের যুবকের বাড়ি রাজস্থানের বিকানেরে। আরপিএফ ওই ব্যক্তিকে শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে।