দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা(Monsoon forecast in South Bengal)। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে শনিবার বর্ষা ঢুকেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর(Alipore Weather Update)। উল্লেখ্য, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের তারিখ ছিল ১১ জুন। কিন্তু এক সপ্তাহ বিলম্বে ঢুকল বর্ষা।
কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, বীরভূমে বর্ষা ঢুকেছে। পূর্ব মেদিনীপুরের একাংশেও বর্ষা প্রবেশ করেছে। সপ্তাহখানেক আগে উত্তরবঙ্গে(Rain forecast in North Bengal) ঢোকার সময়ই মুর্শিদাবাদেও বর্ষার আগমন ঘটেছে। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এখনও বর্ষার দাক্ষিণ্য পায়নি।
আরও পড়ুন- West Bengal Weather Update : দক্ষিণে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরের তিন নদীতে জারি হলুদ সংকেত
দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও আবহাওয়া দফতর জানিয়েছে, ২০ জুনের আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আবহাওয়া অফিস সূত্রে খবর, এবার নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকল। যদিও নির্দিষ্ট সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে। ভারী বর্ষণে উত্তরবঙ্গ ও অসমের(Assam Flood update) একাংশে এখন বানভাসি পরিস্থিতি। সেখানে অনেক জায়গায় জাতীয় সড়ক এখন জলমগ্ন। জলবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।