খাতায়-কলমে রাজ্যে এখন বর্ষাকাল। কিন্তু এখনও শহরের আকাশে বৃষ্টির দেখা নেই। মাঝে মাঝে যেটুকু বৃষ্টি হচ্ছে, তাতে সাময়িক স্বস্তি মিললেও গরমের গা-জ্বলুনি ভাব থেকে মুক্তি মিলছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর। কবে আসবে বর্ষা, কার্যত সেই অপেক্ষাতেই এখন চাতক পাখির মতো বসে দক্ষিণবঙ্গবাসী।
এই পরিস্থিতিতে মৌসম ভবন জানিয়েছে, আগামী দুই-তিন দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষার আগমনের পথ ধীরে ধীরে সুগম হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৪ থেকে ১৬ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে। তবে শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও পুরোপুরি স্বস্তি মিলবে না। আগামী তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপর দিনের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি কমতে পারে।