বড়দিনের আমেজে শহর কলকাতা । ক্রিসমাস ইভে ব্যপক ভিড় হয়েছে পার্ক স্ট্রিট, বো ব্যারাক-সহ শহরের একাধিক এলাকায় । ২৫ ডিসেম্বরের সকাল থেকে রাস্তায় ঢল নেমেছে মানুষের । এদিকে, বড়দিনে শহরজুড়ে মদ্যপান করে দুর্ব্যবহার-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন মোট ৩২৫ জন । গ্রেফতারির পাশাপাশি মোট ৪১.৪ লিটার পরিমাণের মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মোট ৪৫৯টি মামলা দায়ের করা হয়েছে । বিনা হেলমেটে বাইক চালিয়ে আইন ভাঙার অভিযোগ ১৩১ জনের বিরুদ্ধে । মদ্যপান করে গাড়ি চালানো, বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং অন্যান্য কারণে কলকাতা শহর জুড়ে এখনও পর্যন্ত মোট ২৪৪ জনের বিরুদ্ধে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ রয়েছে ।