দেবীপক্ষের আগে বড় ঘোষণা রেলের। পুজোয় গভীর রাত পর্যন্ত ট্রেন চালাবে পূর্ব রেল। হাওড়া ও শিয়ালদহ, দুটি ডিভিশনেই গভীর রাত পর্যন্ত ট্রেন চলবে বলে মঙ্গলবার জানানো হয়েছে। ভিড় সামলাতেও বড় সিদ্ধান্ত নিয়েছে রেল। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বড় স্টেশনে পুজোর ভিড় সামলাতে খোলা হবে অতিরিক্ত টিকিট কাউন্টার।
প্রত্যেক বছরই পুজোর সময় অতিরিক্ত যাত্রীর চাপ নিতে হয় স্টেশনগুলিকে। ভিড়ের চাপে অসুবিধা হয় পণ্যবাহী ট্রলির জন্য। এবার পুজোয় সেই ট্রলিও নিয়ন্ত্রণ করা হবে বলে আগাম জানাল রেল। হাওড়া-বর্ধমান মেন ও কর্ড শাখায় সপ্তমী, অষ্টমী ও নবমীতে গভীর রাতে তিনটি ট্রেন চলবে।
রেলের কর্তারা জানিয়েছেন, হাওড়া স্টেশনে নিত্যদিন ২৪টি কাউন্টার খোলা থাকে। পুজোর দিন গুলিতে মোট ৩০টি কাউন্টার খোলা থাকবে। স্টেশনে মেডিক্যাল হেল্প বুথ থাকবে। শিয়ালদহ দক্ষিণ, বনগাঁ ও মেন সব শাখাতেও গভীর রাতে ট্রেন চালানো হবে বলে জানিয়েছে ডিভিশন।
যাত্রী নিরাপত্তায় এবার কোনওরকম খামতি রাখবে না রেল। জিআরপির পাশাপাশি হাওড়া, শিয়ালদহ-সহ বড় স্টেশনগুলিতে ৫০০ আরপিএফ কর্মী মোতায়েন থাকবে। এর পাশাপাশি শিয়ালদহে স্টেশনে খোলা থাকবে সবকটি খাবারের দোকান।