বাড়ি ভাড়া দিচ্ছেন । কিন্তু, ভাড়া দেওয়ার নথি, কাদের ভাড়া দিয়েছেন, সেই সংক্রান্ত নথি জমা করছেন তো পুরসভায় ? এই বিশেষ কাজের জন্য এ-৭৫ ফর্মও চালু করেছিল কলকাতা পুরসভা । কিন্তু, সাম্প্রতিক রিপোর্টে দেখা গিয়েছে, মাত্র ৬ শতাংশ মানুষ সংশ্লিষ্ট ফর্ম পূরণ করে পুরসভায় জমা করেছেন । যা যথেষ্ট উদ্বেগের মন করছে পুলিশ-প্রশাসন ।
সম্প্রতি, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ যুগ্মভাবে এক উচ্চপর্যয়ের বৈঠক করে। সেই বৈঠকেই উঠে আসে, সুরক্ষার স্বার্থে পুরসভার করা আবেদন মানছেন না কলকাতার বেশিরভাগ নাগরিক । পুরসভা সিদ্ধান্ত নিয়েছিল, ফর্মের একটি করে কপি কলকাতা পুলিশের কাছে পাঠাবে । কিন্তু, ভাড়া, ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য জমা করছেন না অধিকাংশই । সেক্ষেত্রে পুরসভা এই বিষয়ে কেন কোনও কড়া পদক্ষেপ করছে না সেই নিয়েও প্রশ্ন উঠছে ।
পুরসভার এই এ-৭৫ ফর্মের মাধ্যমে কারা বাইরে থেকে এসে ভাড়াটিয়া হিসেবে থাকছেন, তাঁদের সম্পর্কে সঠিক তথ্য নথিবদ্ধ করা যায় । একইসঙ্গে ভাড়া বসানোর পর সেই সংক্রান্ত কর মালিক ঠিকমতো দিচ্ছেন কি না, সেই বিষয়েও ট্র্যাক রাখা যায় । তাছাড়া বড়সড় বিপদ যাতে না হয়, সেকথা চিন্তা করেই এই ফর্মটি চালু করেছিল পুরসভা ।