রাজনীতি বন্ধ হোক। ফের সন্দেশখালি নিয়ে প্রতিক্রিয়া বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে তাঁর দাবি, একজন মহিলা জন প্রতিনিধি হিসাবে তিনি সবসময় দলের নির্দেশই মেনে চলেন। ওই এলাকায় সাধারণ মানুষের জন্য সব ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে এই ব্যবস্থা করেছেন। তিনি সংসদীয় এলাকার মানুষের পাশে রয়েছেন।
গত ছয় ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। অভিযোগ জোর করে জমি কেড়ে নেওয়ার। অভিযোগ, এই পরিস্থিতিতে সাংসদ হয়েও সন্দেশখালির খবর নেননি নুসরত। সেই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, রাজ্য সরকার এবং প্রশাসনের উপর সকলের বিশ্বাস রয়েছে। যেটা ভুল তার নিন্দা অবশ্যই করুন। তবে আমাদের একে অপরকে নিশানা করা ঠিক নয়।
গত ১২ ফেব্রুয়ারি সন্দেশখালি নিয়ে প্রথমবার প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছিল নুসরতকে। রবিবার ফের নিজের সংসদীয় এলাকা নিয়ে সরব হলেন তিনি। উল্লেখ পাঁচ বছর আগে বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সাড়ে তিন লক্ষ ভোটে জিতে সংসদ হয়েছিলেন নুসরত জাহান।