বিজেপির নির্দেশেই চলে ইডি ও সিবিআই। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ও বিধায়ক মদন মিত্রের বাড়িতে তল্লাশি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
রবিবার সকালে হঠাৎ ফিরহাদ হাকিম ও মদন মিত্রের বাড়িতে পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে তল্লাশি শুরু করে সিবিআই। বাড়ি ঘিরে ফেলেন সিআরপিএফ জওয়ানরা। মেয়র ফিরহাদের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি কোনও আইনজীবী বা বাইরের কোনও ব্যক্তিকেও।
তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "সম্প্রতি দেখা যাচ্ছে, সিবিআই ও ইডির উপর বিজেপি দল, যেভাবে চাইছে, সেভাবে ব্যবহার করছে। এটা ঠিক নয়। সরকার আসবে, সরকার যাবে। বর্তমানে NDA সরকার আছে। পরে অন্য সরকার আসতে পারে।"