রাজ্যের অন্যতম ব্যস্ত ষ্টেশন হাওড়া। প্রতিদিন সেখানে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। এবার ফের সেই হাওড়াতেই বাতিল হবে একগুচ্ছ লোকাল ট্রেন। বারুইপাড়া এবং চন্দনপুর চতুর্থ লাইনে কাজ চলবে এই ক'দিন। যার জেরে আগামী ১০ দিন ধরে বাতিল থাকবে হাওড়া-বর্ধমান লাইনের একাধিক লোকাল ট্রেন৷ মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল।
নভেম্বরের ১৮ থেকে ২৭ তারিখ পর্যন্ত শুধু লোকাল ট্রেন নয়, বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনকেও ঘুরপথে চালানো হবে বলেই খবর। ওই ১০ দিন বারুইপাড়া এবং চন্দনপুর শাখায় লাইনের পাশাপাশি কাজ চলবে ট্রাফিক এবং পাওয়ার ব্লকেও। জানা গিয়েছে, ১০ দিনে হাওড়া থেকে বাতিল হয়েছে ১৭টি লোকাল ট্রেন। শিয়ালদহ-বর্ধমান-চন্দনপুর-মশাগ্রাম মিলিয়ে বাতিল হয়েছে ১৩টি ট্রেন। এছাড়া, বারুইপাড়া-গুড়াপ থেকে মোট ৪টি ট্রেন বাতিলের খবর মিলেছে।
আরও পড়ুন- Abhishek Banerjee : অভিষেকের সভার অদূরেই চলল গুলি, ডায়মন্ড হারবারে চাঞ্চল্য
অন্যদিকে, ঘুরপথে চালানো হবে একাধিক এক্সপ্রেস ট্রেন। এদের মধ্যে ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস বর্ধমান থেকে রাত ১টা ২৫ মিনিটে ছেড়ে ব্যান্ডেল দিয়ে যাবে। এই ঘুরপথের তালিকায় রয়েছে ১২৩২৮ দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস, ১৫২৩৬ দারভাঙা-হাওড়া এক্সপ্রেস, ১৩১৪৮ উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং ১৫২৩৪ দারভাঙা-কলকাতা এক্সপ্রেস। এমনটাই জানিয়েছে পূর্ব রেল।
শুধু তাই নয়, ভাগলপুর-বাঁকা শাখায় ভাগলপুর এবং টিকানি স্টেশনের মাঝে ২১ নম্বর রেলসেতুতে কাজের জন্য শনিবার বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন।